কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
বছরের প্রথম দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকালে শহরের নলডাঙ্গা ভুষণ শিশু একাডেমিতে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক শাহী আলম, কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আনোয়ারুল আজীম আনার বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকারের প্রতিশ্রুতি অনুয়ায়ি এখন থেকে শিক্ষার্থীর বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পাচ্ছে। নতুন বছরের নতুন দিনে বই হাতে পেয়ে শিক্ষার্থীরাও আনন্দিত। এ সময় তিনি সরকারের বিভিন্ন ইতিবাচক উন্নয়নের কথা তুলে ধরেন।
এছাড়া পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।
অপরদিকে উপজেলার রায়গ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৩শ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সরকার। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণ গোপাল চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম মিলন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ