মহেশপুর সীমান্ত থেকে আরও ৬ জন আটক

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

মহেশপুর সীমান্ত থেকে আরও ৬ জন আটক

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ অবাহত রয়েছে। বাংলাদেশি ৬ জন নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে তাদেরকে আটক করা হয়। আটকের মধ্যে রয়েছে- ১ জন পুরুষ, ১ জন নারী ও ৪ জন অপ্রাপ্ত জন শিশু।
ঝিনাইদহ জেলার মহেশপুর কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-হতে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করে।
মহেশপুর খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা দির্ঘদিন ধরে কাজের সন্ধ্যানে ভরতে যান। সেখান থেকে তারা চাপের মুখে বাধ্য হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কক্্রবাজার জেলার টেকনাফের বাসিন্দা।
আটককৃত ৬ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত থেকে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তবে আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেনে ওই কর্মকর্তা।
এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২’শ ৪৮ জনকে আটক করা হয়েছে।