ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী আজ। আজকের এই দিনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। হামিদুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দখালিশপুর গ্রামের সন্তান। মহান মুক্তি যুদ্ধ শুরু হলে হামিদুর রহমান মুক্তিযুদ্ধে যোগ দেন।
জানা যায়, মৌলভীবাজার জেলার ধলাইতে ছিল পাক বাহিনীর শক্ত ঘাঁটি। কৌশলগত দিকে দিয়ে এ ঘাঁটি দখল জরুরি হয়ে পড়ে মুক্তি বাহিনীর জন্য। মুক্তি বাহিনী পাক সেনা ঘাটি আক্রমন করে দখল নেওয়ার সিদ্ধান্ত নেয়। ২৮ অক্টোবর ধলাই পাক সেনা ঘাঁটি আক্রমন করে মুক্তি বাহিনী। তুমুল যুদ্ধ শুরু হয়। দুটি মেশিন গান পোষ্ট থেকে তুমুল গুলি বর্ষণ করতে থাকে পাকসেনারা। মেশিনগান পোষ্ট ধ্বংসের দায়িত্ব পড়ে হামিদুর রহমানের উপর। এ বীর এগিয়ে যান। ধ্বংস করেন মেশিনগান পোষ্ট। মুক্তি বাহিনীর দখলে আসে পাক সেনাঘাঁটি। শত্রুর গুলিতে তিনি শাহাদাৎ বরণ করেন। তার সহযোদ্ধাগণ মরদেহ ভারতে নিয়ে ত্রিপুরার আমবাশা এলাকায় সমাহিত করেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাব দেয় হামিদুর রহমানকে। ২০০৭ সালে এ বীরের দেহাবশেষ ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়েছে।
তার নামে ঝিনাইদহের খালিশপুরে প্রতিষ্ঠিত হয়েছে সরকারি কলেজ, লাইব্রেরী ও জাদুঘর এবং প্রাথমিক বিদ্যালয়। গ্রামে দেড় কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। পরিবারের পক্ষ থেকে ৮ শতক জমি কেনা হয়। তারা এ জমি সরকারকে দান করছেন। গ্রাবাসির দাবি এ জমিতে হামিদুর রহমানের নামে একটি হাসপাতাল নির্মানের। খর্দ্দ খালিশপুর গ্রামের নাম বদল করে হামিদনগর করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। মানুষ খর্দ্দ খালিশপুর বলে জানে। বীর শ্রেষ্ঠের গ্রামবাসির এ সরকারের কাছে প্রত্যাশা অনেক। বীর শ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের ভাইপো হাফিজুর রহমান সরকারি শাহাদাৎ বার্ষিকী পালনের দাবি জানান।
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের জাদুঘরের পাশে ইকো পার্ক নির্মাণ করা হবে। যেখানে এসে দর্শনার্থীরা তার সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।
Design and developed by zahidit.com