ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক: পঞ্চম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই উপজেলাতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষনা করেন।
কোটচাঁদপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরিফুন্নেছা মিকি ২৪ হাজার ৪’শ ৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৫’শ ৫২ ভোট এবং সতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী খায়রুল ইসলাম সাথী পেয়েছেন ১ হাজার এক ভোট। তবে দুপুরে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেওয়া, পোলিং এজেন্টদের ভোটকক্ষ থেকে বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেন বিএনপি প্রার্থী।
এদিকে উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ফারুক হোসেন রিয়াজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাদিয়া আখতার পিংকী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে মহেশপুর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ময়জদ্দীন হামিদ নৌকা প্রতিক নিয়ে ৫৭ হাজার ২’শ ৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীর্ষ মার্কা নিয়ে এস এম শাহাজাহান মহন ১৫’ হাজার ৪’শ ২৪ ভোট পেয়েছেন। এর আগে দুপুরে নানা অনিয়মের অভিযোগ এনে ভোটবর্জন করে বিএনপি প্রার্থী এস এম শাহাজাহান মহন। ভাইস চেয়ারম্যান পদে আজিজুর রহমান আজা টিউবয়েল মার্কা নিয়ে ২৩ হাজার ৫৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদন্দ্বী মুকুল গাজী চশমা মার্কা নিয়ে ১৯ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা খাতুন হেনা হাঁস মার্কা নিয়ে ২৯ হাজার ৯’শ ৫১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদন্দ্বী শামীমা সুলতানা শিউলী ফুটবল মার্কা নিয়ে ১৪৮৬৪ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, কোটচাঁদপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮’শ ৮২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩টি। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করে।
মহেশপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৯১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১’শ ১২টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করে। সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৫ টা পর্যন্ত।
Design and developed by zahidit.com