কোটচাঁদপুরে নগ্ন ছবি দেখিয়ে হু’মকি ও চাঁদা দাবি ! আটক ২

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

কোটচাঁদপুরে নগ্ন ছবি দেখিয়ে হু’মকি ও চাঁদা দাবি ! আটক ২

কোটচাঁদপুর প্রতিনিধি ঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক গৃহবধূর মোবাইলে নগ্ন ছবি দেখিয়ে হু’মকি ও চাঁদা দাবির অ’ভিযোগে ২ জনকে আ’টক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অ’ভিযান চালিয়ে তাদেরকে উপজেলার কুশনা ইউনিয়নের মহনপুর গ্রাম থেকে আ’টক করা হয়।

আ’টক কৃতরা হলেন, উপজেলার মহনপুর গ্রামের হায়দার আলীর ছেলে ইয়াছিন (২১) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে শিমুল হোসেন (২০)। তাদের বি’রুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মা’মলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

মা’মলার বিররণী থেকে জানা যায়, গত ০৭-১০-১৯ তারিখে আসামী ইয়াছিনের কাছে গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোনটি ঠিক করার জন্য দেন। এ সময় আসামী ইয়াছিন কৌশলে গৃহবধূর ওই মোবাইল থেকে তার ব্যাক্তিগত কিছু ছবি নেন। পরে অন্য আসামী শিমুল হোসেনের সাথে সেই ছবি শেয়ার করেন। এবং ওই ছবি ব্যবহার করে গৃহবধূর ইমো নাম্বারে পাঠিয়ে গৃহবধূকে ব্লাকমেইল করে নানা প্রকার হু’মকি দিতে থাকেন। পরবর্তিতে গৃহবধূর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। এমনকি টাকা না দিলে ওই গৃহবধূর ভিডিও প্রকাশ করবে বলেও হু’মকি দেন।

পরবর্তিতে গত ০৯-১০-১৯ তারিখে ভুক্তভোগী ওই গৃহবধূ কোটচাঁদপুর থানায় এসে অ’ভিযোগ করেন। তার অ’ভিযোগের ভিত্তিতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আসামীদের কে সনাক্ত করে পুলিশ। এবং শনিবার দিবাগত রাতে থানা পুলিশ অ’ভিযান চালিয়ে তাদেরকে আ’টক করে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , ভুক্তভোগী গৃহবধূর অ’ভিযোগের ভিত্তিতে আসামীদেরকে আ’টক করা হয়েছে। তাদের বি’রুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(১)(ক)/২৬/৩৫ ধারায় মা’মলা দায়ের হয়েছে। যার নং- ১৫।

শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ