ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-ঝিনাইদহের মহেশপুরে সাবেক যুবলীগ নেতা আলিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালিশের আমানতের টাকা না দেওয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে এক অসহায় দরিদ্র পরিবার। বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবে ফতেপুর বেড়েরমাঠ গ্রামের মৃত আওয়াল সরকারের ছেলে দিনমজুর ফজর আলী এক সাংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন একই গ্রামের মৃত মজিবার মাষ্টারের ছেলে মহেশপুর উপজেলার যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ হাসানুজ্জামান আলিম সালিশের আমানতের টাকা দিচ্ছে না। দীর্ঘ ৫ মাস তাকে ঘুরাচ্ছে। তিনি আরো বলেন,তার মেয়ে রেকসোনা খাতুনের সাথে একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে আলমগীর হোসেনের সাথে প্রায় ২ বছর আগে বিবাহ হয়। বিয়ের এক বছর পর তাদের দাম্পত্য জীবনে কোলহ সৃষ্টি হলে আপোষ মীমাংসার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে। এই বিবাহ বিচ্ছেদে বিচারকের দায়িত্বে ছিলেন উক্ত যুবলীগ নেতা হাসানুজ্জামান আলিম। আমরা উভয়পক্ষ তার কাছে কাবিননামার ১ লাখ ৯৫ হাজার টাকা আমানত হিসেবে জমা রাখি। মীমাংসার ৫ মাস পার হয়ে গেলেও আলিম টাকা ফেরত দিচ্ছে না। আলিম ক্ষমতার বলে আমাকে টাকা না দিয়ে নানা ভাবে হুমকি দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
Design and developed by zahidit.com