ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯
দাউদ হোসেন,মহেশপুর,প্রতিনিধিঃ গত ৬ মাসে ৫৮ বিজিবি’র বিশেষ অভিযানে ১ কোটি ২১ লাখ ১৯ হাজার ৯৭ টাকার মাদক সহ ৪০ জন মাদক কারবারীকে আটক করেছে।
৫৮ বিজিবি’র ব্যাটালিয়ন সূত্রে প্রকাশ, গত ৬ মাসে ফেনসিডিল আটক হয়েছে ২২১২৯ বোতল, যার মূল্য ৮৮লাখ ৫১ হাজার ৬শ টাকা, ভারতীয় মদ ২০৬৯ বোতল, যার মূল্য ৩১ লাখ ৩ হজার ৫শ টাকা, গাঁজা ২৭ কেজি যার মূল্য ৯০ হাজার ৯৭ টাকা, ইয়াবা ট্যাবলেট ২৩৩ পিচ যার মূল্য ৬৯ হাজার ৯শ টাকা। আটককৃত মালামাল পাচারের তুলনায় যতসামান্য। দেশে মাদক ও স্বর্ণ চোরাচালানের ট্রানজিট রুট হিসেবে ঝিনাইদহ জেলা অন্যতম। মাদক চোরাচালানের সিংহভাগ ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা উৎস স্থল হিসেবে পরিচিতি লাভ করেছে। মহেশপুর উপজেলার যাদবপুর, গোপালপুর, জলুলী, সামন্তা, পলিয়ানপুর ঘাট দিয়ে এ সকল মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করে। জেলার কালীগঞ্জ শহরে রয়েছে অসংখ্য মাদকের মহাজন এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে মাদক। বর্তমানে সরকার মাদকের বিষয়টি জিরো টলারেন্সে অবস্থান করার কারনে অভিযান বেশী বেশী হচ্ছে। কিন্তু আটক যা হচ্ছে তা পাচারেরর তুলনায় খুবই কম।
৫৮ বিজিবি’র অধিনায়ক কামরুল আহছান বলেন, মাদক ও গরু চোরাকারবারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, গরু চোরাকারবারী বেড়ে গেলে মাদক কারবারীও বেড়ে যায়। সে কারনে ৫৮ বিজিবি কঠোর অবস্থান গ্রহন করেছে। ইতিমধ্যে উল্লেখযোগ্য মাদক ও গরু আটক করা হয়েছে।
Design and developed by zahidit.com