ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুন ২, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
মহেশপুরে ঈদকে সামনে রেখে ভারত থেকে দেদারছে আসছে গরু। সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মহেশপুরে ৪৬ কিলোমিটার ভারতের সাথে সীমান্ত রয়েছে। এই সীমান্তের কাঞ্চনপুর, ঘোষপুর, পলিয়ানপুর, সামন্তা, জলুলী সীমান্ত দিয়ে চোরাই পথে দেদারছে আসছে ভারতীয় গরু। মহেশপুরে ভৈরবা ও গুড়দাহ সরকারীভাবে ২টি করিডোর থাকলেও তা অকেজো হয়ে আছে। এক সপ্তাহে বিপুল পরিমান ভারতীয় গরু বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেছে। মহেশপুরের একাধিক সিন্ডিকেট এই গরুর ব্যবসা চালিয়ে আসছে। ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তাজুল ইসলাম জানান, ঈদ সামনে রেখে চোরাই পথে ভারতীয় গরু আসার পরিমান বেড়ে গেছে। গত ২৩ মে থেকে ৩০ মে পর্যন্ত সীমান্তে বিজিবির হাতে ৫০ জোড়া গরু আটক হয়েছে। এগুলি দর্শনা শুল্ক অফিসে জমা করা হয়েছে। তিনি আরো বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। অপর একটি সূত্র থেকে জানা গেছে, মহেশপুর ও ভারতের একটি যৌথ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছে। সীমান্তে অসাদু কিছু সীমান্তরক্ষী বাহিনী এ কাজে সহযোগিতা করে থাকে।
Design and developed by zahidit.com