ঢাকা ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
লেখাপড়া না জানলেও গাছেরও প্রান আছে তা ভাল করে বুঝতে পারেন বৃক্ষ প্রেমিক ওয়াহেদ সরদার (৬০)। গাছের প্রতি ভালবাসার কারনে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর বাজার থেকে জিন্নানগর পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তার দু পাশের গাছ থেকে সমস্ত প্রকার গজাল পেরেক দিয়ে সাটা ব্যনার ও বিলবোর্ড তুলে ফেলেছেন।
তিনি জানান, তার বাড়ী যশোর কতোয়ালী থানার ১০নং চাঁচড়া ইউনিয়নের সারাপোল বাজারে মৃত গোলাম ইয়াইয়ার পুত্র। সে একজন গাছ প্রেমিক। গাছেরও জীবন আছে, তার শরীরে পেরেক ফুটালে সে যন্ত্রনা ও ব্যাথা পায়। এ কারনে আমার খুব কষ্ট হয়। অনেক প্রভাশালী ব্যক্তিরা ব্যানার ও বিলবোর্ড তুলতে বাধা দেয় কারো কথার তোয়াক্কা করে না সে। পেরেক ব্যানার এসব গাছের শরীর থেকে অপসারন করে গাছকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, গাছকে আমি খুব ভালোবাসি। গাছ নিরাপত্তাহীনতায় ভুগছে , গাছ মারা যাচ্ছে তারকাটার আঘাতে।
তাকে প্রশ্ন করা হয় এ কাজের জন্য আপনি কি কোন বেতন পান ? উত্তরে তিনি বলেন আমি একজন স্বেচ্ছাসেবক। তিনি জানান, আমার এই কাজ দেখে অনেকেই সমালোচনা করে। কিন্তু তিনি বলেন ভালো কাজ করলে লোক সমালোচনা করবেই। তিনি জনসাধারনকে গাছে পেরেক না মারার জন্য অনুরোধ করেন।
Design and developed by zahidit.com