ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯
নতুন বছরে ভক্তদের জন্য পাঁচটি গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির গান। বর্তমানে গানগুলোর রেকর্ডিং চলছে। এসব গানের কথা ও সুর করেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং মিল্টন খন্দকার।
মনির খান বলেন, ‘পাঁচটি গানের মধ্যে তিনটি গান রোমান্টিক ঘরানার এবং বাকি দু’টি গানের ফ্লেভার একেবারেই আলাদা। এখনও পর্যন্ত পাঁচটি গান অ্যালবাম আকারে প্রকাশ করবো কিনা ঠিক করিনি। সবগুলো গানই শ্রোতাদের চাহিদা প্রাধান্য দিয়ে নির্মাণ করা হচ্ছে।’
অডিও বাজারে একসময়ে রাজত্ব করা এই গায়ক আরো বলেন, ‘এখন মানুষ গান শোনার সঙ্গে সঙ্গে দেখতেও পছন্দ করে। তাই পাঁচটি গানের মধ্যে একটি অথবা দুটি গানের মিউজিক ভিডিও করার ইচ্ছে রয়েছে।’
গানগুলো আগামী জানুয়ারির শেষেই মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে। বর্তমানে এই গায়ক টুকটাক স্টেজ শো ছাড়াও চলচ্চিত্রের গানে কণ্ঠে দিচ্ছেন। গেল রোববার ‘খোদার কসম’ শিরোনামের একটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গেল জুনে মনির খানের সর্বশেষ একক অ্যালবাম ‘লীলাবতী’ প্রকাশ পায়। ওই অ্যালবামে গান ছিল মোট ১০টি।
Design and developed by zahidit.com