কোটচাঁদপুরে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

 

কবির হোসেন, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥

‘‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার।
বৃহস্পতিনবার সকাল ১১ টার দিকে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা মিলনায়তনে বিজ্ঞান বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদ আল-মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ।

এ সংক্রান্ত আরও সংবাদ