পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে কোটচাঁদপুর ‘পুলিশি সেবা’ সম্পর্কে জনসাধারন ও যানবাহনে লিফলেট বিতরণ

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥

ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশের আয়োজনে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” ও ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ স্লোগান কে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯।

আর এই সেবার ৩য় দিন মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় মেইন বাসস্টান্ড এলাকায় পুলিশি সেবা সম্পর্কে সাধারন জনগন ও বিভিন্ন যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

তাছাড়া কাগজ পত্র বিহীন মটর যানবাহনের বিরুদ্ধে অভিযান অভ্যাহত ছিলো।

এসময় কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হেসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ বল্লভ সাধু, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই, উপ-পরিদর্শক (এসআই) মোর্তুজা মাহমুদ সজিব সহ সঙ্গীয় ফোর্স।

এ সংক্রান্ত আরও সংবাদ