ঝিনাইদহের কালীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯

বিশেষ প্রতিবেদক, কালীগঞ্জ :

“তোমার শাণিত মেধায় গড়ে উঠুক উন্নত বাংলাদেশ, খাদ্য, শিক্ষাসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত হোক” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে।

২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনি (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৯২ জন এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) জিপিএ-৫ প্রাপ্ত ১১০জন শিক্ষার্থীসহ মোট ৬০০ জন শিক্ষার্থীকে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের পক্ষ থেকে এ সম্বর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় সুনিকেতন পাঠশালা চত্বরে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিন আক্তার, কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন,

সুনিকেতন পাঠশালার প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন, সহকারী প্রোগ্রাম অফিসার কিশোর কুমার কাজল, সমাজসেবক ইউনুস আলী, নাসিম উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ