ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক :
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৮ ঘন্টাপর খুলনা-ঢাকা ও খুলনা রাজশহিী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৯ টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়।
কোটচাঁদপুর স্টেশনের মাস্টার নুরুল ইসলাম জানান, গতকাল বিকাল ৪ টার দিকে কোটচাদপুর রেল স্টেশনের প্রবেশ মুখে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। পরে খুলনা এবং পাবনার ঈশ্বরর্দী থেকে রিলিফ ট্রেন ঘটনা স্থলে পৌছে দীর্ঘ চেষ্টার পর সকালে উদ্ধারকাজ শেষ করে।
ফলে সকাল ৯.৪০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এসময় সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ঝিনাইদহের কাটচাদপুর স্টেশন ত্যাগ করে।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে লাইনে কিছুটা ত্রুটি ছিল অথবা ট্রেনটির গতি বেশী ছিল যার জন্য এই দুর্ঘটনাটি ঘটেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
Design and developed by zahidit.com