ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮
ঝিনাইদহ সংবাদ ডেস্ক :
ঝিনাইহের কোটচাদপুরের এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পাশ্ববর্তি বাজার এলাকা থেকে ১০ টি তাজা হাত বোমা উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বলাবাড়িয়া গ্রামের আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে বসে ছিলেন দলীয় নেতাকর্মীরা। এসময় ৮/১০ জন ব্যক্তি অতর্কিত সেখানে হামলা করে কর্মীদের মারপিট সহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে বেশ কয়েকটি বোমা বিষ্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
কোটচাদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ধারনা করা হচ্ছে জামায়াত-শিবির ও বিএনপি কর্মীরা এ হামলা চালিয়েছে, কারন এলাকাটি জামায়াত অধ্যুষিত।
তিনি আরো জানান, ঘটনার পর নির্বাচনী ক্যাম্পের পাশ্ববর্তি সাইন বোর্ড বাজারের পাশ থেকে তাদের ব্যবহৃত ১০ টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
Design and developed by zahidit.com