ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো বিজয় ফুল উৎসব প্রতিযোগিতা। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠিকভাবে ‘বিজয় ফুল’ উৎসব প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাাহী অফিসার নাজনীন সুলতানা।
শিশু শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপজেলার ১শ’১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থীবৃন্দ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এতে জাতীয় সংগীত, গল্প ও কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, দলগত দেশাত্মবোধক ও বিজয় ফুল তৈরীতে অংশ নেয় শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান (চঃ দঃ), সহকারি কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, সহকারি শিক্ষা অফিসার মাজেদুর রহমান, নওদাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াছেউল আলম, কোটচাঁদপুর মিতালী সাহিত্য সংসদ পরিচালক মিতুল সাইফ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ প্রমূখ।
Design and developed by zahidit.com