ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮
কোটচাদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সরকারি বাসভবন থেকে ১৮ টি বিষধর সাঁপ উদ্ধার করে মারা হয়েছে। শনিবার বিকাল পর্যন্ত এই সব সাঁপ সেখান থেকে উদ্ধার করে মারা হয়।
বাসভবনের মধ্যে আরো সাঁপ থাকতে পারে বলে আশঙ্কা করছেন বাসভবনের দায়িত্বে থাকা কেয়ারটেকার।
উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, অনেক আগে থেকে এই বাসার মধ্যে নারকেল গাছ, আমড়া গাছ ও বাসার ছাদে সাঁপ আস্তানা করে। বিষয়টি আমি জানতে পেরে শনিবার বাসার মধ্যে পরিস্কার করতে পরিছন্ন কর্মিরা কাজ শুরু করে।
জেলা প্রশাসকের অনুমতি ক্রমে এ সময় কিছু গাছের ডাল কাঁটা হলে সেই সব গাছ , বাড়ির ছাদ ও বাথরুম থেকে ১০ টি সাঁপ উদ্ধার করে মারা হয়। এর আগেও এই বাসা থেকে ৮টি সাঁপ মারা হয়েছে। পরে সাঁপুড়ে নিয়ে এসে পুরা বাড়ি তল্লাশী করা হয়।
নাজনীন সুলতানা আরো জানান, বাসভবনটি অনেক পুরাতন ও আশ-পাশে বাগান থাকায় এই সব সাঁপ আস্তানা গড়তে পারে। বর্তমানে তিনি ছোট বাচ্চাকে নিয়ে বাসভবনটিতে বসবাস করতে নিরাপত্তা সঙ্কায় আছেন।
Design and developed by zahidit.com