কোটচাঁদপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত ট্রাইবেকারে এলাঙ্গী ইউপি একদশ বিজয়ী

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮

কোটচাঁদপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত ট্রাইবেকারে এলাঙ্গী ইউপি একদশ বিজয়ী

 

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার সময় স্থানীয় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহন করে কোটচাঁদপুর পৌরসভা একাদশ ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদ একাদশ ।

খেলায় ট্রাইবেকারে কোটচাঁদপুর পৌরসভা একাদশ কে হারিয়ে এলাঙ্গী ইউপি একাদশ চ্যাম্পিয়ন হয়।
এর আগে নির্ধারিত সময়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে গোলশূন্য ড্র হয়ে খেলাটি ট্রাইবেকার পর্যন্ত গড়ায়। এতে এলাঙ্গী ইউপি একাদশ কোটচাঁদপুর পৌরসভা একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে।

ফাইনাল খেলায় ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন, কোটচাঁদপুর পৌর একাদশের রিফাত। খেলায় টুর্নামেন্ট সেরা হয়েছেন, এলাঙ্গী ইউপি একাদশের অনিক এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেছেন পৌর একাদশের সুব্রত। ফাইনাল খেলাটি পরিচালনা করেন মোঃ রুস্তম কবির।

সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, সাফদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, কোটচাঁদপুর পৌর আ,লীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি মীর কশেম আলী প্রমুখ।

এদিকে ফাইনাল খেলাটি উপজেলার হাজার হাজার দর্শক আনন্দঘন পরিবেশে উপভোগ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ