ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৮
কোটচাদপুর প্রতিনিধি:
অবশেষে বন্ধ করে দেওয়া হলো কোটচাঁদপুরের আলোচিত সেই আনন্দ মেলার নামে চলা নগ্ননৃত্য ও জুয়ার আসর। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন ও কোটচাঁদপুর থানা পুলিশের হস্তক্ষেপে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এদিকে মেলার নামে চলা অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেওয়ায় স্বস্তি ফিরে এসেছে এলাকার সাধারণ ও সচেতন মানুষের মধ্যে। এমন প্রদক্ষেপ গ্রহন করায় তারা প্রশাসন কে ধন্যবাদ জানান।
বেশ কয়েকদিন বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন ও পুলিশ। মেলার নামে সব অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। সে কারনেই মঙ্গলবার দিবাগত রাত থেকেই সার্কাস সহ মেলার সব কার্যক্রম বন্ধ করে দেয় কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও পুলিশ।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে আনন্দ মেলা ও সার্কাসের নামে কোন প্রকার অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। সে কারনেই নির্বাহী কর্মকর্তার নির্দেশে মেলা বন্ধ ঘোষনা করা হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, সার্কাস ও জাদুর নামে মেলায় যেসব নগ্ননৃত্য ও অসামাজিক কার্যকলাপ মেলা কতৃপক্ষ চালাচ্ছিল সেটা পত্রিকায় সংবাদ প্রকাশের পরই জানতে পেরেছি। এইজন্য আমি সরেজমিনে গিয়ে ওসি সাহেব কে মেলা বন্ধ করতে নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে প্রভাবশালী ব্যাক্তিদের প্রত্যক্ষ ইন্ধনে চলছিল এসব অসামাজিক কার্যকলাপ। মেলার পাশে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল থাকায় একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া যেমন বিঘ্নিত হচ্ছিল অন্যদিকে সাধারণ জনগণের পকেট কেটে করা হচ্ছিল নি:স্ব।
Design and developed by zahidit.com