কালবৈশাখী, ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মে ৭, ২০১৮

কালবৈশাখী, ব্যাপক ক্ষতি

কাজী মৃদুল,কোটচাঁদপুর (ঝিনাইদহ)ঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে’র তা-বে ফল, ফসল, গাছপালাসহ বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার দিনগত রাত দুইটা পঞ্চাশ মিনিটের দিকে প্রচ- বর্জপাতসহ ঝড়ের তা-ব শুরু হয়। ১০মিনিটের প্রচ- ঝড়ের ঝাপটে এই ক্ষয় ক্ষতির ব্যপকতা বৃদ্ধি পায়।

কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জানান, পুরো পৌর শহরের অন্তত এক হাজার কাঁচা ও আধা পাকা ঘরবাড়ীসহ ফল, বনজ সম্পদ ও বিদ্যুতে’র পিলার ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে।

সাফদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাছির জানান, তার এলাকার জয়দিয়া, সাবদারপুর, লক্ষীকু-ু, রাজাপুর, শালকুপা, বহিরগাছী গ্রামে’র কাচা , আধাপাকা ঘরবাড়ী ফসল ও বনজ সম্পদের অন্যান্য গ্রামের তুলনায় বেশী ক্ষতি হয়েছে।

বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, তার এলাকার শুধু মাত্র বলুহর ও কাগমারী গ্রামে আংশিক ক্ষতি সাধন হয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন এ প্রতিবেদককে বলেন, এলাকা ভিত্তিক ধান, কলা, আম, লিচুসহ বনজ সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। যা নিরুপনের কাজ চলছে। বর্তমানে কোটচাঁদপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।