শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধীর উপবৃত্তির টাকা নেয়ার অভিযোগ

প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮

শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধীর উপবৃত্তির টাকা নেয়ার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদরের কবিরপুর সরকারি মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সোহেলী খাতুনের বিরুদ্ধে এক প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতার একটি অংশগ্রহণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই প্রতিবন্ধী শিক্ষার্থীর মা পারুল বেগম।

উপজেলা নির্বাহী অফিসার উসমান গণি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নির্দেশ দিয়েছেন।

হাবিবপুর গ্রামের জামাল হোসেনের স্ত্রী পারুল বেগম লিখিত অভিযোগে জানান, তার ছেলে হৃদয় হোসেন তাদের গ্রামে অবস্থিত কবিরপুর সরকারি মডেল প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।

তার নামে প্রতিবন্ধী ভাতার ত্রৈমাসিক কিস্তির টাকা থেকে প্রধান শিক্ষক সোহেলী খাতুনকে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা দিতে হতো। কয়েকমাস আগে সর্বশেষ ভাতার টাকা থেকেও তাকে নির্দিষ্ট পারিমাণ টাকা দেয়া হলেও তিনি ওই প্রতিবন্ধী শিক্ষার্থীকে তৃতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে উন্নীত না করে তার নাম কেটে দেন। উপায় না পেয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধান শিক্ষকের নামে লিখিত অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার উসমান গণি বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতার টাকা নেয়ার লিখিত অভিযোগ পাবার পর তদন্ত সাপেক্ষে লিখিত প্রতিবেদন দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নির্দেশ দেয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ