ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০১৮
ঝিনাইদহের বিভিন্ন গ্রামে বিচিত্র সব খেজুরগাছের সন্ধান মিলছে। সদর উপজেলার কাষ্টসাগরা ও কালীগঞ্জের বাকুলিয়া গ্রামে ৯ ও ১০ মাথাওয়ালা খেজুর গাছের পর এবার কোটচাঁদপুরে মিলেছে ২২ মাথা বিশিষ্ট খেজুর গাছ।
এ সব গাছ দেখতে মানুষ প্রতিদিন গ্রমগুলোতে ভিড় জমাচ্ছে। মাটিতে একটি গাছ দাড়িয়ে থাকলেও কান্ড একাধিক। শীত মৌসুমে এ সব গাছের প্রতিটি মথায় ভাড় পেতে গাছিরা রস সংগ্রহ করে।
জানা গেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ানের বহরামপুর গ্রামে ২২ মাথাবিশিষ্ট খেজুর গাছের সন্ধান মিলেছে। গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এই খেজুর গাছের অবস্থান। খেজুর গাছটির মালিক বহরামপুর গ্রামের মৃত আবু তালেব মুন্সীর ছেলে ডাক্তার সলেমান মুন্সী। গাছের প্রত্যেকটি মাথায় আলাদা আলাদা সতেজ পাতা আছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিবছর অনেক মানুষ খেজুর গাছটি দেখতে ভিড় করেন। কুশনা ইউনিয়ানের ৭ নং ওয়াডের্র মেম্বার সামাউল মিয়া ও বহরামপুর গ্রামের সবুজ মোল্লাহ জানান, এই খেজুর গাছটির আনুমানিক বয়স প্রায় ২০ বছর।
গাছের একাধিক কান্ড থাকার বিষয়ে কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, এটি একটি জেনিটিক সমস্যা। হরমোন জনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা প্রশাখা হতে পারে। তবে সেটা হয় খুবই কম। তিনি বলেন, ঝিনাইদহের বিভিন্ন গ্রামে এ মন খেজুর গাছের অস্তিত্ব রয়েছে।
Design and developed by zahidit.com