ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮
কাজী মৃদুল, কোটচাঁদপুর,ঝিনাইদহ) ঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে থানা পুলিশ কতৃক এক ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে শহরের সমস্থ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ব্যাবসায়ীরা।
বস্ত্র মালিক সমিতির সভাপতি ও পৌর প্যানেল মেয়র আনয়ারুল ইসলাম সেণ্টু জানান, কোন কারণ ছাড়াই মঙ্গলবার রাত ৯টার দিকে কোটচাঁদপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী সুবান ইলেকট্রিক্স’র মালিক আব্দুস সুবানকে কোটচাঁদপুর থানার এসআই সৈয়দ আলী তার প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি নিয়ে রাতেই ব্যবসায়ীরা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমারের সাথে কথা বলেন। সুবানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে তাকে ছাড়া যাবেনা সাফ জানিয়ে দেন থানা কর্তা । এর ফলে ব্যবসায়ীরা বুধবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হোটেল ঔষধের দোকান ছাড়া শহরের সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার এ প্রতিবেদককে বলেন, সুবান জামায়াতের রাজনীতির সাথে জড়িত ও অর্থ যোগান দাতা এ ছাড়াও তার বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে। পুলিশ সুনিদৃষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে। সোহাগ গার্মেণ্টস এর মালিক সোহাগ হোসেন বলেন, সুবান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি কোন রাজনীতির সাথে জড়িত নন। এর আগেও পুলিশ ও ডিবি পুলিশ তিন দফা সুবানকে গ্রেফতার করে ছেড়ে দিয়েছে।
তবে ব্যবসায়ীরা বলছেন, সুবানকে ছেড়ে দেওয়া না হলে আমরা ব্যবসা প্রতিষ্ঠান আপাতত ব›ন্ধ রাখবো। বিকালে ব্যবসায়ীরা মিটিংএ বসবেন এবং পরবর্তী করনীয় ঠিক করবেন।
এদিকে সমগ্র ব্যবসা প্রতিষ্ঠান হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়েছে। এলাকার সচেতন মহল মনে করছেন বিষয়টি দ্রুত সুরোহা হওয়া উচিত। তানা হলে শান্ত পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যবসায়ী সুবানকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে। #
Design and developed by zahidit.com