ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কাজী মৃদুল:
কোটচাঁদপুর রাজনৈতিক অঙ্গনে মহিলাদের সম্পৃক্ততা খুব একটা কখনোই দেখা যায়নি। যদিও আওয়ামীলীগের সভাপতি একজন মহিলা। তারপরও কোন রাজনৈতিক দলে মহিলারা যোগদানে আগ্রহ দেখায়নি। এর কারণ হিসাবে অনেকেই বলেছেন, আমাদের পূরুষ শ্বাশিত সমাজ এখনো বিদ্যমান থাকায় রাজনীতিতে মহিলাদের আগমন খুবই কম। তবে দিনে দিনে শিক্ষা আলো প্রতিটি ঘরে ঘরে পৌছাতে শুরু করায় এ সমাজ পাল্টাতে শুরু করেছে। সম্প্রতি কোটচাঁদপুরে এই প্রথম উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ সংগঠনের নেতৃত্বে রয়েছেন সাদিয়া আক্তার পিংকী । সাদিয়া আক্তার পিংকীসহ এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে এ সংগঠনে যোগ দেয়া আরশি খাতুন, নাজমা খাতুন, ইউপি মেম্বর কাকলি বেগম, ইউপি মেম্বর সুফিয়া বেগম, রিজিয়া বেগম, ইউপি মেম্বর আর্জিনা খাতুনের অক্লান্ত পরিশ্রমে ইতি মধ্যেই তারা ইউনিয়ন কমিটি উপহার দিয়েছেন। এ সংগঠনের মহিলারা দলীয় সভাসমাবেশ বা মিছিলে বিপুল সংখ্যক মহিলাদের নিয়ে হাজির হচ্ছেন। অন্যান্য সংগঠনের পাশাপাশি তারাও রাষ্ট্রীয় প্রোগাম গুলি যথারীতি পালন করছেন। এ বিষয়ে উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক সাদিয়া আক্তার পিংকী এ প্রতিবেদককে বলেন, এখনো আমাদের সমাজে অনেক ধরণের বাঁধা রয়েছে। তারপরও এদানিং অনেক মহিলা এগিয়ে আসছেন রাজনৈতিক অঙ্গনে। কোটচাঁদপুর-মহেশপুরের এমপি নবী নেওয়াজের সর্বাত্বক সহযোগিতায় এ সংগঠনটি আজ গঠন করা সম্ভব হয়েছে। বর্তমানে আমাদের আর্থিক সংকটের কারণে সংগঠনটি এগিয়ে নিতে ভিষণ কষ্ট স্বীকার করতে হচ্ছে। দোড়া ইউনিয়নের সভাপতি কাকলী বেগম বলেন, কোটচাঁদপুরে এ প্রথম যুবমহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। এই দলটিকে এগিয়ে নিতে হলে মূল দলকে এগিয়ে আসতে হবে। পাশা পাশি আর্থিক সহযোগীতার ব্যবস্থা করতে হবে। তা’হলে মহিলারাও সু-সংগঠিত হতে পারবে নিরদ্বিধায়।
Design and developed by zahidit.com