ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮
সুমন মালাকার, কোটচাঁদপুর প্রতিনিধি:
কোটচাঁদপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের ঋষি পল্লীতে আগুন লেগে তিনটি ঘর, ৩ টি ছাগল, নগদ ৫০ হাজার টাকাসহ আড়াই লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানাযায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধুপুসির আগুন থেকে ঋষি পল্লীর দিলীপ ঋষির বিচুলির ঘরে আগুন লেগে তা বিস্তার হয়ে পাশের বাসিন্দা জয়ন্ত ঋষির ঘরে লাগে। এতে করে দিলীপের দুটি ঘর ও জয়ন্তর ঘরটি আগুন লেগে পুড়ে যায়।
কথা হয় দিলীপের জেটিমা সীতা রানীর সাথে, তিনি এ প্রতিনিধিকে বলেন খুব দ্রুত ভাবে আগুন ছড়িয়ে পড়ে এবং চোখের পলকে তিনটি ঘর, তিনটি ছাগল, দিলীপের ঘরের নগদ ৫০ হাজার টাকা সহ ঘরের টিভি, কাপড় চোপড়, অাসবাবপত্রসহ যাবতীয় জিনিস পত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে গোয়ালে আগুন লাগলেও চারটি গরু বেঁচে গিয়েছে। তবে দিলীপের ঘরে তার ছেলে চাকরির বেতনের নগদ ৫০ হাজার টাকাসহ আড়াই লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিস এর কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল জানান, আমরা ২৫ মিনিট ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমরা চার লক্ষধিক টাকার মালামাল উদ্ধার করেছি এবং দেড় থেকে দুই লক্ষধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
Design and developed by zahidit.com