ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮
সুলতান আল একরাম,ঝিনাইদহঃ
উচ্চ শব্দে মাইক বাজানোর প্রতিবাদ করায় ঝিনাইদহে আজিজুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক কে পিটিয়ে আহত করেছে বখাটেরা । তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষক শৈলকুপার হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ।
জানা গেছে, এসএসসি পরিক্ষা শুরু হলেও হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে আবাসিক এলাকায় শুক্রবার রাতে হাটফাজিলপুর গ্রামের মৃত আকবর মোল্যার ছেলে রিয়াজুল, মিরাজ সহ কিছু বখাটে উচ্চ শব্দে মাইক বাজিয়ে গান শুনছিল । এসময় শিক্ষক আজিজুল ইসলাম নিষেধ করলে কথাকাটাকাটি হয় । বখাটে যুবকদের এ ঘটনায় শনিবার বিকালে শালিস ডাকে স্থানীয় ইউপি সদস্য । শালিসের এক পর্যায়ে শিক্ষকের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় বখাটেরা। মারধরের সময় শিক্ষক আজি
জুল দৌড়ে রক্ষাপান । পরে তাকে হাসপাতালে ভর্তিকরা হয় ।
এঘটনায় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বখাটেদের নামে থানায় মামলা করার পরামর্শ দেন এবং তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহনেরও আশ্বাস দেন।
Design and developed by zahidit.com