ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১
বিশেষ প্রতিনিধি
কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা গ্রামের গঞ্জের আলী কৃষক হলেও তার নিজস্ব কোনো জমি নেই। সম্পদ বলতে নয়টি গরু। সারা বছর পালন করে ১ টা ২টা করে গরু বিক্রি করেই চলত তার সংসার। স্বামী-স্ত্রী দু’জনই তাই সন্তানের মত করে লালন করতেন গরুগুলোকে। বুধবার গভীর রাতে গোয়াল থেকে গঞ্জের আলীর সাতটি গরু চুরি হয়ে যায়। এ ঘটনায় কৃষকের স্ত্রী সিনু বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। চোরেরা বাড়ির প্রচীর ডিঙিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে ৭ টি গরু ট্রাকে তুলে নিয়ে যায় চুরি হয়ে যাওয়া গরুর মুল্য প্রায় ৬ লাখ টাকা।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোতালেব হোসেন জানান, গরু চুরির ঘটনাটি সত্য। এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
Design and developed by zahidit.com