কালীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে সংগীতানুষ্ঠান ও গুনীজন সংবর্ধনা

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

কালীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে সংগীতানুষ্ঠান ও গুনীজন সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি॥
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে সুভাষ দাসের একক কথা ও সূরে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান, গুনীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে কালীগঞ্জ উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।


কালীগঞ্জ উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন। অনুষ্ঠানের শুরুতেই মমবাতির প্রজ্জ্বলন করা হয়। এরপর উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো পর গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক, সূরকার ও গীতিকার গোলাম সরোয়ার এবং শিল্পী সাধন লাল দেবনাথকে সংবর্ধনার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল,মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের জেলা সভাপতি শান্ত জোয়ার্দ্দার, বিটিভি’র সংগীত পরিচালক গোলাম সরোয়ার, সম্মিলিত সাংস্কৃতিক জোট কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনাম আহম্মেদ মিল্টন প্রমুখ।
সংবর্ধনা ও আলোচনা সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ