ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১
বিশেষ প্রতিনিধি॥
পুলিশ কনস্টবলের চাকুরি দেওয়ার কথা বলে দুই যুবকের কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মহাসিন আলী (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া।
কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, মহাসিন নিজেকে বিভিন্ন স্থানে পুলিশের সরকারি কুকার পরিচয় দিত। এছাড়া তার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার সাথে ভাল খাতির রয়েছে বলেও সাধারন মানুষের কাছে নিজেকে জাহির করতো। এসব পরিচয় দিয়ে সে কখনো সাধারন মানুষকে পুলিশ কনস্টেবলের চাকুরী আবার কখনো সরকারি কুকারের চাকুরী দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিত। সম্প্রতি মহাসিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের জমজ দুই ভাই শাকিরুল ইসলাম (২১) ও রাকিবুল ইসলাম (২১) কে পুলিশের কনস্টেবল পদে চাকুরী দেওয়ার কথা বলে সাড়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। তারা ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। পেশায় দু’জনই ছাত্র। টাকা নেওয়ার পর মহাসিন এক ব্যক্তিকে পুলিশের ভুয়া ওসি’র বানিয়ে তাদের সাথে মোবাইলে কথা বলিয়ে দেয় চাকুরীপ্রার্থী দুই যুবককে। বিষয়টি রহস্যজনক মনে হলে তারা পুলিশ জানালে পুলিশ মহাসিনকে গ্রেপ্তার করে।
এসআই জাকারিয়া আরো জানান, প্রতারক মহাসিন শুধু দুই ছাত্রই নয় কালীগঞ্জ উপজেলার দামোদরপর গ্রামের আব্দুল হামিদ মোল্ল্যার ছেলে মেহেদী হাসান (২৮) কে পুলিশের সহকারি কুকার পদে চাকুরী দেওয়ার কথা বলে ১৩ হাজার ৫শ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও প্রতারক মহাসিনের বিরুদ্ধে বিভিন্ন স্থান থেকে অসংখ্য অভিযোগ আসছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, পুলিশ কনস্টেবল পদে চাকুরী ও পুলিশের সহকারি কুকারের চাকুরী দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক মহাসিন। অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
Design and developed by zahidit.com