ঢাকা ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১
বিশেষ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মটর মালিক সমিতির ফরিদ উদ্দীন, কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মামুনুর রশীদ, সাংবাদিক জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, লাইসেন্স পেতে জটিলতা, অদক্ষ চালক দ্বারা গাড়ি চালোনো, ওভার লোডিং, রাস্তার বেহলাদশা, যেখানে সেখানে গাড়ি পাকিং, বেপরোয়া গতিতে গাড়ী চালানোসহ নানাবিধ কারনে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
Design and developed by zahidit.com