ঢাকা ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপায় একসাথে অনুষ্ঠিত হলো ১’শ ৬ টি কালী পূজা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত শৈলকুপার মঠবাড়ি কালী মন্দিরে এই অনুষ্ঠিত হয়।
মন্দিরের সেবায়েত সোনা সাধু জানান, প্রতি বছর মাঘ মাসের আমাবশ্যার দিনে মঠবাড়ি কালী মন্দিরে এই ‘রতন্তী কালী পূজা’ উদযাপন করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরের বড় প্রতীমার পাশে ১০৫ খানা ছোট ছোট প্রতিমা সাজিয়ে পুজা করা হচ্ছে। ২৪ জন পুরোহিত পুজা পরিচালনা করছে। পূজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে এসে ভক্তবৃন্দরা।
প্রসাদ তৈরির জন্য এক হাজার লিটার দুধের পায়েস ও ২৫ মন চাল ৬ মন ডালে খিচুরি রান্না করা হয়েছে।
Design and developed by zahidit.com