ঢাকা ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
এম, সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু, ঝিনাইদহ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়কের যায়গা দখল করে ভবণের বারান্দা ও সিড়ি নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলার রিশখালী গ্রামের কুয়েত প্রবাসী ওমর আলীর বিরুদ্ধে। ভবন নির্মাণে সরকারী নীতিমালার তোয়াক্কা না করে গায়ের জোরে তিনি এ কাজ করেছেন বলেও জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, সাধুহাটি – তৈলটুপী সড়কের রিশখালী বাজারে এলজিইডি’র রাস্তার একটি অংশ দখল করে তার দ্বিতল ভবনের বারান্দা ও সিড়ি করেছেন ওই প্রবাসী।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ছাব্দার রহমান জানান , এটি উপজেলার প্রধান সড়ক, আবার এখানে একটি বিপদজনক বাঁকও রয়েছে। প্রতিদিন এ সড়কে বাস, ট্রাকসহ ইঞ্জিনচালিত ছোট বড় শত শত যানবাহন চলাচল করে। ফলে রাস্তার সাথে সিড়ি নির্মাণ করায় জনসাধারণের চলাচলে যেমন বিঘ্ন সৃস্টি হচ্ছে তেমনি বড় ধরনের দূর্ঘটনার আশংকাও রয়েছে।
প্রবাসী ওমর আলীর ভাড়াটিয়া মুজাহিদ বলেন, আমরাও সিড়ি নির্মাণের সময় বাড়ীর মালিক কে নিষেধ করেছিলাম । কর্ণপাত করেনি বরং আমাকে ঘর ছেড়ে দিতে বলেছিল । প্রতিবেশী ওয়াসিম আকরাম রানা বলেন, সড়কের সাথে নির্মাণের নীতিমালা না মেনে সিড়ি নির্মাণ বড় ধরণের অনিয়ম। পল্লী চিকিৎসক শুনিল কুমার শর্মা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন দেখছেন তো সড়কের উপর সিড়ি নির্মাণ করেছেন ওমর আলী । আব্দুর রশিদ ভুনা নামে একব্যক্তি জানান , আমি যতদুর জানি, সরকার রাস্তার প্রয়োজনে যে কোন মূহুর্তে জমি হুকুম দখল করতে পারে ।
স্থানীয় সমাজসেবক ছন্টু মিয়া বলেন, সড়কের যায়গা দখল করে এটি করা হয়েছে, কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে ব্যাবস্থা নেওয়া।
সড়কের যায়গা দখল করে কেন বারান্দা ও সিড়ি নির্মাণ করেছেন জানতে চাইলে কুয়েত প্রবাসী ওমর আলী দম্ভোক্তি প্রকাশ করে বলেন, আমি শুধু সিড়ি করেছি, বাজারের অনেকেই সড়কের যায়গা দখল করে ঘর করেছে। তাদের কিছু না হলে আমারও কিছু হবে না।
জানতে চাইলে দৌলতপুর ইউনিয়ন ভূমী সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দেড় বছর আগে জমি মেপে সিমাণা নির্ধারণ করে এসেছিলাম , রাস্তার উপর সিড়ি নির্মাণ করলে তা বন্ধ করে দেবে সরকার ।
এলজিইডি’র উপজেলা প্রকৌশলী রওশন হাবিব বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা জানান, অবৈধ ভাবে সড়কের জায়গা দখল করলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
সচেতন এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত অবৈধ স্থাপনাটি অপসারণের দাবী জানিয়েছেন।
Design and developed by zahidit.com