পোষা পাখি প্রয়াণ

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

পোষা পাখি প্রয়াণ

ড. খান মোঃ মনিরুজ্জামান

জীবনের এই দুমড়ো বেলায় আমার জল ভরা দুই আঁখি,
অজানা কারণে মারা গেল আমার ছেলেদের পোষা পাখি।
খাঁচাসহ পাখিটি কিনেছিলাম হাট থেকে ছেড়ে দিব বলে,
ছেলেদের মায়ায় পড়ে বনের পাখি যায়নি দুর বনে চলে।
আমার বড় ছেলে সামির যতনে পাখিটি যেন আত্মহারা,
তাদের ঘনিষ্ঠতায় মোর কবি মন একেবারে পাগলপারা।
ছোট ছেলে জামি প্রত্যুষে ঘুম থেকে উঠি বলে, ‘অমি বাবু’,
ছোট্ট ছেলের অনাবিল ভালবাসায় আমি হয়ে পড়ি কাবু।

দেখিনি আমি পাখি ও শিশুদের এমন ভালবাসাবাসি আর,
চব্বিশ ক্যারেটের নির্ভেজাল ভালবাসায় ওরা একাকার।
ছেলে দুটিকে দেখে পাখিটি পাখা ঝাপটিয়া যেন কি কয়,
আমি ভাব জ্ঞানে কবি মনে বুঝি তাদের প্রেমের পরিণয়।
তাদের নিগুঢ় প্রেমের বহিঃপ্রকাশে মুগ্ধ আমার দু’নয়ন,
মন মেলা পাখি, পাখি মেলা মন এমন করেছেন নিরঞ্জন।
স্বজন হারা বিজনে ছেলেদের সনে পাখি ছিল বড় সুখে,
নীরবে বলেছি বুকে কত কথা যথা যথা অপ্রকাশি মুখে।

দু’দিনের তরে শ্বশুরালয়ে বেড়াতে এসে পড়েছি রামধরা,
করোনা কারণে পুরা বাড়ি দু’সপ্তাহাধিক লকডাউন করা।
যন্ত্রণার একশেষ কিইবা অবশেষ রয় ব্যাথা ভরা জীবনে,
ভালবাসার মন কত যে বন্ধু স্বজন হারাইল ভুবনে ভূ্বনে।
শ্বশুরালয়ে বাগান বাড়িতে অন্য পাখি দেখে ছেলেরা কয়,
আমাদের আদরের অমি বাবু আমাদের খুঁজিছে নিশ্চয়।
অমিকে ঠিকমত খাবার দেয়া হচ্ছে কিনা সামির কোয়ারী,
অমি বাবুর যত্নে চাচুর কাছে তার কত যে রুলনিশি জারি।

বিকাল বিনোদনে অমির ছাদ বিচরণে জামির জিজ্ঞাসা,
রায় বাবুদের পায়রার সনে আনমনে হচ্ছে কি ভালবাসা?
বুনো পাখিরা অমিসনে ভাব বিনিময় করে কি পুর্বের মত?
ব্যাকুল হয়ে আকুলিয়া এমনি জিজ্ঞাসা শতশত অবিরত।
আমার মোবাইলে নিত্যদিনে চলে তাদের এ কথোপকথন,
শৈশবে ফিরে শিশু হয়ে উপভোগ করি আমি এই আচরণ।
এই শুভ্র স্নাত ভালবাসাবাসি বিমুগ্ধ নয়নে হেরি সঙ্গোপনে,
প্রেম দিলে প্রেম মেলে মহিতলে পলে পলে ভাবি বসে মনে।

আজ ভর দুপুরে ছেলের কাকু মোবাইলে বলে আমার ঠাঁই,
সামি-জামির প্রিয় পোষা পাখিটি আর বসুধায় বেঁচে নাই।
বুক ভরা পাঁজর ভাঙ্গা ব্যাথা রহিয়া রহিয়া আমার অন্তরে,
ভালবাসা নিয়ে-দিয়ে বনের পাখি গেল দুর অজানায় সরে।
মনে ভাবি দু’সপ্তাহ অধিক মোর ছেলেদের না দেখে পাখি,
নাদেখার ব্যাথা সইতে না পেরে মনোকষ্টে চলে গেল নাকি।
ভালবাসার কাছে জীবন তুচ্ছ গত দৃষ্টান্ত আছে ভুরি ভুরি।
সফর সঙ্গী না করার ভুলে শুন্য তটিনীর কূলে কেঁদে ঘুরি।

প্রিয় পাখির মরার খবর বলিনি আমি-সামি-জামির কাছে,
তাদের পাখি বিনে শুন্য খাঁচাটি কেবল শুন্যে পড়ে আছে।
অথচ পাখিটির খবর নিচ্ছে তারা কাকুর কাছে যথারীতি,
তাদের জীবন প্রভাতে কেমনে গাইবো আমি ব্যথার গীতি।
সময়ের ব্যবধানে সব সত্যি আপনা আপনি প্রকাশিত হয়,
অবুঝ মনের এ ব্যথা তাদের সারা জীবনের কথা নিশ্চয়।
এমনি করে মোরা কেউ রবোনা একদিন এ জনপুর্ণ ভবে,
কেবল মোদের কৃতকার্য, ভালবাসা, প্রেম, প্রীতি ভবে রবে।

রচনাকালঃ ২৬/১০/২০২০ খ্রি.
সময়কালঃ ৭.০০ এএম, বারাসিয়া, মাগুরা।

এ সংক্রান্ত আরও সংবাদ