স্রষ্টার তালাশ

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

স্রষ্টার তালাশ

ড. খান মোঃ মনিরুজ্জামান

জীবন ইতিহাস ঘুরে আমি সার সংসারে আসি,
এ মায়ামোহের মরু বালুচরে হল ভালবাসাবাসি।
কে আপন কেবা পর অভেদ উত্তর কোর্সেনায়ার,
মানুষের জ্ঞাতি মানুষ ভিন্ন জ্ঞানে মানে পাপাচার।
এই মানুষে মানুষ খুঁজে পেল, কত যে অমুল্য ধন,
সৃষ্টি সংসারে অন্তরে নিরান্তরে রয় মন মহাজন।
স্রষ্টারে ভালবাসা, তাঁর সৃষ্টিরে ভালবাসা ভিন্ন নয়,
আপনারে ভালবাসলেতো স্রষ্টারে ভালবাসা হয়।

বন্ধু তোমাকে নিয়ে কখনো ভেবেছো বসি বিজনে,
তাঁর রুপে তোমার রুপ দেখ ভাবজ্ঞানে সঙ্গোপনে।
তোমার দেখা দেখিনা বলে আমি উল্টাপাল্টা কই,
তোমার কথা যথা যথা আমি অন্য ভাবে কই সই।
সব ধর্মের শান্তির বাণী ইথারে ঘুরেফিরে অবিরত,
বলি রেষারেষি ছাড় ধর্মে বাড় বিবেক ধর্মের মত।
যে ধর্ম শুনায় আমারে স্বর্গশান্তির অবিনাশি গান,
খুঁজলে পাবে সেথা আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান।

সৃষ্টির মাঝে সকাল সাজে স্রষ্টা বিরাজে নিরান্তর,
এক মনে পুর্ণ ঈমানে ভক্তি কর অন্তরে সে অন্তর।
দেখ তাঁর রুপ সুরত অবিকল তোমারই মত ভবে,
মনে মনে এক মন হলে তাঁর কথা তব মুখে কবে।
বড়াই-নিন্দা-অহংকারে অন্তরাধারে স্রষ্টা নাহি রয়,
কোরআন, বেদ, বাইবেল, ত্রিপিটকে এ কথা কয়।
বিশুদ্ধ করে তোমারে চরাচরে কর স্রষ্টার তালাশ,
দেখবে তোমার অন্তরে ভিতরে বাহিরে তাঁর বাস।

এ সংক্রান্ত আরও সংবাদ