বিশিষ্ট কবি ও গীতিকার ড. খান মোঃ মনিরুজ্জামান এর কালজয়ী কবিতা “অতন্দ্র জরিপ”।

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

বিশিষ্ট কবি ও গীতিকার ড. খান মোঃ মনিরুজ্জামান এর কালজয়ী কবিতা “অতন্দ্র জরিপ”।
ড. খান মোঃ মনিরুজ্জামান

দেশে আসলে জরিপ
মানুষ হয় নাকি গরীব।
জমির সীমানা নির্ধারন,
তাতে কৃষকের পীড়ন।
কিন্তু এ জরিপ কাজে,
চাষি কল্যাণ বিরাজে।
কৃষি কর্মীর অকিঞ্চন,
জ্ঞাত পোকা জাগরণ।
পোকা কুলশীল জ্ঞান,
চাষি বুঝিবারে পান।

ক্ষেতে অতন্দ্র জরিপ,
পোকা নিধন অন্তর্রীপ।
ধানক্ষেতে পোকা খুঁজা,
পোকার উপস্থিতি বুঝা,
উপকারি পোকা বেশী,
সহজ পোকা নিঃশেষী।
ক্ষতিকর পোকা শংকা,
ইহা ব্যবস্থাপনা ডংকা।
পাকাপোক্ত ব্যবস্থাপনা,
উৎপাদনে ক্ষতি হয়না।

বিপিএইচ নাটের গুরু,
কৃষকের বুক দুরুদুরু।
এতে জ্বলে চাষিগাত্র,
এটা নিধন দেখামাত্র।
এপোকা মুক্ত ধানক্ষেত,
ভাল ফলন নেহায়েত।
সামাজিক আন্দোলনে,
শক্রু কীটপতঙ্গ নিধনে।
চাষি ভাই হয় আগুয়ান,
দেশের স্বপ্নসুখের গান।

ফসল হবে যে নিরাপদ,
কৃষক খুশিতে গদগদ।
মোরা যে অতন্দ্র প্রহরী,
পোকা ব্যবস্থাপনা করি।
পোকা ব্যবস্থাপনা সার,
প্রতিবেশ রয় চমৎকার।
সার্বিক কল্যাণেই কৃষি,
মোরা চাষি বান্ধব ঋষি।
কৃষক মঙ্গল অনুরাগে,
সব প্রাণে দোলা জাগে।

রচনাকালঃ ২৩/১০/২০২০ খ্রি.
সময়কালঃ ৮.০০ এএম। বারাসিয়া, মাগুরা।

এ সংক্রান্ত আরও সংবাদ