লালন শাহ’র তিরোধান দিবসে ঝিনাইদহে স্মরণসভা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

লালন শাহ’র তিরোধান দিবসে ঝিনাইদহে স্মরণসভা

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
বাউল স¤্রাট ফকির লালন শাহ’র ১৩০ তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ লালন পরিষদ ও ঝিনেদা থিয়েটার নামের ২ টি সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় লালনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য অশোক ধর, ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু, ভোর হলো ঝিনাইদহ’র সভাপতি পারভেজ ইমাম আজাদ, লালন পরিষদের সাধারণ সম্পাদক মুকুল সাই, ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদসহ অন্যান্যরা। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা লালনের গান পরিবেশন করেন। শত শত দর্শক লালনের গান উপভোগ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ