কালীগঞ্জে বীজ উৎপাদন ও সংরক্ষন প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

কালীগঞ্জে বীজ উৎপাদন ও সংরক্ষন প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ ॥
ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রেখে বীজ উৎপাদন ও সংরক্ষন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোবার দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনারুল আজীম আনা।
প্রশিক্ষন কর্মশালায় বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোশাব্বির হোসাইন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা,কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ন কবির , সোনার বাংলা ফাউনন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও উপ সহকারি কৃষি অফিসার মতিয়ার রহমান।
জে এফজি ই এর ফান্ডে শেয়ার দ্য পানেট এ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন‘ পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার নিয়ামতপুর ও সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন এলাকার ২৫জন কৃষক বীজ উৎপাদন ও সংরক্ষন প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে কৃষকের মাঝে বীজ সংরক্ষনের জন্য ড্রাম ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আনোয়ারুল আজীম আনার অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ