বিশিষ্ট কবি ও গীতিকার ড. খান মোঃ মনিরুজ্জামান এর কালজয়ী কবিতা “বিদায় বেলার আঁখিপাতে”

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

বিশিষ্ট কবি ও গীতিকার ড. খান মোঃ মনিরুজ্জামান এর কালজয়ী কবিতা “বিদায় বেলার আঁখিপাতে”

ড. খান মোঃ মনিরুজ্জামান

আমি যা পারিনি তুমি করেছো মোরে সেই সম্মান,
ভালো যদি বেসে থাকি তা যে তোমারই অবদান।
ভালো যা বেসেছি, যা হেসেছি তা তোমার কারণে,
যা পারিনি তা অবতারিণী অমোঘ সৃষ্টির বারণে।
কারণে অকারণে বন্ধুরে, কতনা সে মধুর মিতালী,
গেয়ে ফিরেছি মাঠে, ঘাটে, বাটে কত যে গীতালি।
হিজল তলার নিজল জলের আরশিতে তোমারে,
দেখেছি আমি দেখিয়া হৃদয়ে মাখিয়া বারেবারে।

অলক্ষ্যে হাসিয়া হাসায়েছি তোমারে ভালোবাসি,
প্রীতিডোরে নীলাম্বরী নিকুঞ্জ বিহারে ফিরে আসি।
দিগন্তের দুরাকাশ ঠেলিয়া তোমারে হেরি দু’নয়নে,
দেখি তুমি তো আছো মোর মনের গহীন গোপনে।
আঁধারে রহে আমি দেখিনি তোমারে তেমন করে,
যেভাবে দেখি তোমারে, সেভাবে মোর পরান ভরে।
কাছে না থেকেও কাছে দেখি তোমারে মমতাময়ী,
ষোলআনা দিয়ে কিছুনা নিয়ে তুমি আজ বিজয়ী।

ভালোবাসার শ্রদ্ধা নমি বারেবার প্রিয় পরানে ধরি,
পথ চলিতে, পথ বলিতে কেবল তোমারে আচরি।
অন্তর নাড়তে অনন্ত ঢেউ উচ্ছ্বাসে উঠে তপোবনে,
পথ হারানো প্রান্তরে পথিক খুঁজে যেন কারে মনে।
আজি জীবনের বেলাতে পথ চলাতে ফিরে ফিরে,
তরু সনে বিজনে কত কথা, কত গান ধীরে ধীরে।
মনে পড়ে বন্ধু তোমারে বিদায় বেলার আঁখিপাতে,
তোমার ভালোবাসার গীতি আমার হৃদয় বীণাতে।

রচনাকালঃ ৪/১০/২০২০ খ্রি.
সময়কালঃ ৭.১৫ এএম।

এ সংক্রান্ত আরও সংবাদ