সময়ের সাথে গতি

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

সময়ের সাথে গতি

ড. খান মোঃ মনিরুজ্জামান

সময়, অবস্থান আর গতি,
শ্রম সহযোগে আনে মুক্তামতি।
আগে থাকাদের হিংসে নয়,
পিছুদের অবহেলা অবক্ষয়।
প্রত্যেকেই তার থ্রি ডাইমেশনে,
সর্বদা শান্ত থাকুন সন্তর্পনে।।

আপনার পথ শুধু আপনার,
অন্যের পথ তা কেবল তার।
আপনি এগিয়ে নেই মহাশয়,
আপনি নেই কারো পশ্চাৎময়।
আপনি আছেন আপনার স্থানে,
যা আপনার জীবনের মানে।
অন্যের পথ আপনার নয়,
এটা ভাবা সময়ের অপচয়।

পঞ্চান্নতে ওবামার অবসর,
তাঁরে সম্মান করে নারিনর।
ঊনসত্তরে ট্রাম্প রাষ্ট্রপতি,
যেন দিগন্ত দিবাকরের জ্যোতি।
কেবল সময়ের ব্যবধান সার,
অসময় বলে কি আছে আর?

ঢাকায় যখন বাজে সকাল ছয়,
লন্ডনে তখন রাত্রি বার হয়।
প্রমাণ হয় কি লন্ডন ঢাকার স্লো?
অবিরত চিরায়ত সমুন্নত ফ্লো।
কারো গ্রাজুয়েশন বাইশ বছরে,
চাকরি পেল সাতাশ বছর পরে।
কারো সাতাশ বছরে গ্রাজুয়েশন,
পরের দিন জবে মনোনিবেশন।

কেউ বিশ বছরে সংস্থার প্রধান,
খ্যাতি, যশ, দক্ষতায় মহিয়ান।
আবার মারা যায় পঞ্চাশ বছরে,
ফুল ফুটে সময়ে সেই ফুল ঝরে।
অনেকে পঞ্চাশ বছরে প্রধান হন,
নব্বই বছরে তার ওফাত গমণ।
কেউ তেত্রিশ বছর বয়সে কুমার,
কাহারো বাইশে সন্তান বেশুমার।
কেউ সামনে আর কেউ পিছে নয়,
সাফল্যে কার্যকরী গতি ও সময়।

রচনাকালঃ ০১/১০/২০২০ খ্রি.
সময়কালঃ ৮.৫২ পিএম।

এ সংক্রান্ত আরও সংবাদ