বিশিষ্ট কবি ও গীতিকার ড. খান মোঃ মনিরুজ্জামান এর অনবদ্য কবিতা ‘বয়সের বাঁকে’।

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

বিশিষ্ট কবি ও গীতিকার ড. খান মোঃ মনিরুজ্জামান এর অনবদ্য কবিতা ‘বয়সের বাঁকে’।

ড. খান মোঃ মনিরুজ্জামান

জিরো বয়সে কেউ কিছু জানেনা,
জীবনের মানে খুঁজে কেহ আনেনা।
হাসি গানে জীবন মানে যে সুমধুর,
এই জীবন তো জীবন হতে বহুদুর।

দশ বছর সময় কালে কাঁদামাটি,
উপযুক্ত আকৃতিদানে সময় খাঁটি।
কারিকরে যেটা গড়বে সেটা হবে,
জীবন জগতে রেখাপাতে রবে।

বিশ বছর বয়সে যৌবনের ছানি,
কামিনী দলে সমুলে জানাজানি।
যৌবনের উষা লগ্নে কি যে ঢেউ,
ছিটকে পড়ে পথে কেউ না কেউ।

টগবগে উঠতি যৌবনের ক্ষুধা
যেমন মরুচারির অমৃত পানি সুধা।
স্বজ্ঞানে জীবনের মানে তালাশি,
সংজ্ঞাহীন জীবন তো অবিনাশী।

ত্রিশের ভরা ভাদরে কাব্য বিরচন,
পরিপুর্ণ জীবনে সন্তরণে জ্ঞাপন।
নব জীবন সড়কে পথচলা শুরু,
বিদিশার দিশায় সন্ধানী কল্পতরু।

শিক্ষায় ভেদাভেদ চল্লিশের বাঁকে,
কি আর ব্যবধান? কোথাও না থাকে।
কোথাও কম শিক্ষিতের আয় বেশি,
দেশ গড়ায় আমরা সবাই স্বদেশি।

পঞ্চাশ বছরে কালো ধলোর ব্যবধান?
একেবারে নেই, সব সমানে সমান।
চেহারা সুন্দর, দেখতে কে স্মার্ট ভবে,
এই বয়সে কেউ তা আর নাহি কবে।

হৃদয়ে লাগে যখন ষাট বছরের ঢেউ,
চাকুরিতে উঁচু-নিচু ভাবেনা আর কেউ।
চাকুরিতে কেবল মাইনা পেলেই হয়,
ছোট-বড় ভাবার আদৌ থাকেনা সময়।

সত্তরে বড় ফ্ল্যাটের মুল্য কি আছে?
ছোট্ট একটি রুম হলেই তো বাঁচে।
বড় বাসা মেইনটেইন করাই কঠিন,
জীবনের কাছে জীবনের বাড়ে ঋণ।

আশিতে আসা নয়, যাওয়া নিয়ে ভাবে,
সাধ-আল্লাদ থাকেনা মানস স্বভাবে।
টাকা থাকলেও যা, না থাকলেও তাই,
খরচের জায়গা আর থাকেনারে ভাই।

বয়সে বয়সে যখন বয়স হবে নব্বই,
ঘুমিয়ে থাকা আর জেগে থাকা একই।
জেগে ওঠার পরে করার কিছু নাই,
দুরে সরে থাকে পুত্র, কন্যা, বোন, ভাই।

বয়স সেঞ্চুরি, নাম শুনে থুত্তুরি বলে,
বেঁচে থাকা আর না থাকার দোলাচলে।
পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর,
ভাবেনা কোন ভাবনা যা ভাবা দরকার।

এইতো জীবন! জীবনের কি যে মানে,
ভবে কমবেশি তা সবাই ভালো জানে।
তারপরও কেন এত চাপ, এত বড়াই,
বেঁচে মরে থাকার মত কষ্ট আর নাই।

রচনাকালঃ ২৩/০৯/২০২০ খ্রি.
সময়কালঃ ৭.০০ এএম।

এ সংক্রান্ত আরও সংবাদ