ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
‘চিকিৎসা আছে সর্প দংশনে সরকারী হাসপাতালে, সবখানে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত হয়েছে।
সিভিল সার্জন অফিসের আয়োজনে শনিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, মেডিকেল অফিসার ডা: তালাত তাসনিম শুভ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাপে কামড়ালে গ্রামীন চিকিৎসা না দিয়ে হাসপাতালে আনতে হবে। হাসপাতালে সর্প দংশনের চিকিৎসা রয়েছে। এছাড়াও সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ