বিশিষ্ট কবি ও গীতিকার ড. খানের কালজয়ী কবিতা “মূল্যবোধ”।

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

বিশিষ্ট কবি ও গীতিকার ড. খানের কালজয়ী কবিতা “মূল্যবোধ”।

ড. খান মোঃ মনিরুজ্জামান

সম্মানের সাথে সদ্য স্নাতক পাশ করা মেয়ের নাম পুশি,
একটি পুরাতন গাড়ী উপহার দিয়ে বাবা  বেজায় খুশি।
মেয়েকে গ্যারেজে নিয়ে দিলেন তার ব্যবহৃত গাড়ীখানা,
বাবার এমন কেমন উপহার মেয়ের আগে ছিলনা জানা।

বাবা বললেন, ‘তবে ব্যবহারের আগে শোরুমে নিয়ে যাও,
তারা গাড়ীটার মুল্য কত বলেন সেটা আমাকে জানাও’।
শোরুমে গাড়ীটির অফার দিল মাত্র এক হাজার ডলার,
যা দিয়ে কেনা যায় তেমন বেশি নয় এমন কিছু ফলার।
বাবা বললেন, ‘ভাঙ্গারীর দোকানে যাঁচাই কর মুল্যমান’,
মেয়ে জাস্টিফাই করে বল্লেন, একশত ডলারের সমান।

অতঃপর বাবা এটা একটা গাড়ীর ক্লাবে দেখাতে বল্লেন,
তথৈবচ মেয়েটি সাথে সাথে একটা গাড়ীর ক্লাবে চল্লেন।
ফিরে এসে মেয়েটি বেজায় খুশিতে তার বাবাকে বললো,
ক্লাবে লোকেরা কৌতূহলভাবে গাড়িটা খুঁটিনাটি দেখলো।
যেহেতু এটা একটা নিশান স্কাইলাইন আইকনিক গাড়ী,
কাজেই গাড়ীটার অফার এক লক্ষ ডলার গেছে ছাড়ি।

বাবা বল্লেন, “ঠিক জায়গা ঠিক তুমি যথা মুল্যায়িত হবে,
সঠিক লোকের নিকটে তোমার মুল্যায়ন চিরদিন রবে”।
বাবা বল্লেন, ‘কোথাও মূল্য না পেলে যে রাগের কিছু নাই,
বুঝে নিবে তুমি ভুল জায়গা আছ বলে মুল্য পাওনি তাই’।

যাদের  মুল্যবোধ আছে  তারাই তোমারে মুল্য দিবে ভবে,
গুণের কদর তুমি সঠিকভাবে পাবে যখন গুণী সনে রবে।
তোমার মুল্য যারা দেখেনা তাদের সনে রবেনা কোনদিন,
গুণীর সমাদর ছাড়া দেশ থেকে গুণীরা হয়ে যায় বিলীন।

রচনাকালঃ ২৫/০৮/২০২০ খ্রি.
সময়কালঃ ৭.১২ এএম।

এ সংক্রান্ত আরও সংবাদ