বিশিষ্ট কবি ও গীতিকার ড. খানের কালজয়ী কবিতা “আইনস্টাইন ও তাঁর ড্রাইভার”।

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

বিশিষ্ট কবি ও গীতিকার ড. খানের কালজয়ী কবিতা “আইনস্টাইন ও তাঁর ড্রাইভার”।

ড. খান মোঃ মনিরুজ্জামান

ড্রাইভার বল্লেন, ‘আপনার সব ভাষন আমার মুখস্ত’,
আইনস্টাইন বল্লেন, ‘আমার কষ্ট কমলো বেশ তো’।
ড্রাইভার বল্লেন, ‘আমি আপনার মতই বলতে পারি’,
আইনস্টাইন বল্লেন, ‘এটাই তো মোর বড় দরকারি’।
ড্রাইভার বল্লেন, ‘পরশু মিটিংয়ে আমিই ভাষণ দিব’,
আইস্টাইন বল্লেন, ‘ড্রাইভার হয়েই আমি রেস্ট নিব’।
ড্রাইভার বল্লেন, ‘সভার কেউ আপনাকে চিনে কিনা’?
আইনস্টাইন বল্লেন, ‘আমি সেখানে একদম অচিনা’।
ড্রাইভার বল্লেন, ‘ভাষণ হবে আপনার মত অবিকল’,
আইনস্টাইন বল্লেন, ‘তাহলে আমি সিদ্ধান্তে অবিচল’।
ড্রাইভার বল্লেন, ‘আমি তো পারব আপনার মত করে’,
আইনস্টাইন বল্লেন, ‘ভাষণ দিও কথার পর কথা ধরে’।

পরের দিন সভায় তো ড্রাইভার উঠে গেলেন স্টেজে,
হুবহু মুখস্ত ভাষণ বলে গেলেন আইনস্টাইন সেজে।
সভায় উপস্থিত বিজ্ঞগণ করতালি দিলেন বারংবার,
সমুদয় সুন্দর সমাপ্তি হলো সেই মিটিংয়ের কার্যভার।
আইনস্টাইন জ্ঞানে সৌজন্যে সবার গাড়ীধারে আসা।
গুণী জনের তরে গুণী জনের এমনি মধুর ভালবাসা,
গাড়ীর কাছে যেতেই জনৈক অধ্যাপক জানতে চায়,
আপেক্ষিক তত্ত্বের ঐ সংজ্ঞাটা বুঝিয়ে দিবেন ঠাঁয়।
আসল আইনস্টাইন দেখলেন এ তো জব্বর ন্যাঠা,
এখনই তো ক্যাচাকলে ধরা খাবে ঐ ড্রাইভার ব্যাটা।
কিন্তু তিনি ড্রাইভারের উত্তরে একেবারেই হতবাক,
এ সহজ জিনিসে! তার নেই কোন ধরনের রাখঢাক।
নকল আইনস্টাইন বল্লেন, ‘এ তাঁর ড্রাইভারও জানে’,
আসল আইনস্টাইন বল্লেন, ‘শুনুন, এই তত্ত্বের মানে’।
কস্তুুরীর সংস্পর্শে গন্ধহীন মাটিও বেশ সুঘ্রাণ পায়,
পন্ডিত পাড়ার গাধাও নাকি ক্ষণে পন্ডিত বনে যায়।

রচনাকালঃ ২৩/০৮/২০২০ খ্রি.
সময়কালঃ ৫.০০

এ সংক্রান্ত আরও সংবাদ