ঢেউ

প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০

 ঢেউ

ড. খান মোঃ মনিরুজ্জামান

কূল ভাঙ্গিয়া কলতানে
উথাল পাতাল তুফানে,
নদী ধায় সাগর পানে
অজানা স্রোতের টানে
কত কথা জাগে পরানে।

ঢেউয়ের সাথে ঢেউ মিলে
ফেরি কাঁপায় পদ্মাজলে,
মায়ের চেহারা রুক্ষ বলে
শিশু কাঁদে মায়ের কোলে
ঢেউ লাগায় মা মর্মমুলে।

জোয়ার ভাটার টানে টানে
ঢেউ ওঠে মোর মনেপ্রাণে
এ টানাটানির কিযে মানে
সেই জানে সব সেই জানে
বুঝিনা আমার ক্ষুদ্র জ্ঞানে।

বর্ষার উদাম স্রোতধারা
ঢেউয়ে ঢেউয়ে আত্মহারা
অকূলে ভাসে সিকস্তি যারা
সে ভাব বাজারে বর্ণচোরা
আমি কূলসিকস্তি বাস্তহারা।

পদ্মা তোর ঢেউয়ে ঢেউয়ে
পিছন ফিরে ডাকে ফেউয়ে
ঘর হারা এই আমি গেউয়ে
আসা পথে আছি চেউয়ে
প্রেম পিয়াসি ঢেউ ঢেউয়ে।

ঘোলাজলে অচেনা শিকারী
চর্মচোখে তাঁরে চিনতে নারি
বলব কি যে আর বলিহারি
ঢেউ ওঠেনা হৃদ মাজারী
আমি কি আর করতে পারি?

রচনাকালঃ ০৮/০৮/২০১৯ খ্রি.
সময়কালঃ ৬.00 এএম

এ সংক্রান্ত আরও সংবাদ