কথা খাঁটি

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

কথা খাঁটি

ড. খান মোঃ মনিরুজ্জামান

যাকে যেখানে মানায় সেখান সে ঠাঁই পায়,
রীতিসিদ্ধ কাজে ঠিক সংযোজন শোভায়।
হাজার টাকার নুপুর যায় পাদদেশের গায়,
এক টাকার টিপের ঠাঁই ভালের আঙিনায়।

মোমবাতি জ্বালিয়ে মৃতকে স্মরণ করা হয়,
মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন প্রথায়।
সোজা পথ বুঝা মানবের লাগি ক্লান্তিকর,
আবার বাঁকা পথের আগ্রহ সবার নিরন্তর।

সুরা বিক্রেতাকে যেতে হয়না কারো কাছে,
দুগ্ধ বিক্রেতাকেই পাড়া মারতে হয় পাছে।
বিক্রেতাকে বলি, ‘জল মেশাননি তো ভাই’?
আর মদে নিজেরাই তো জল মিশিয়ে খাই।

মানুষকে জানোয়ার বললে সে ক্ষেপে যায়,
সিংহ বললে সেই মানুষের আনন্দ বেজায়।
আজব মানুষের যতসব আজব কথাকাজ,
সহজ কথা সহজে মানতে মানুষ নারাজ।

লবণের মতো তিতকুটে জ্ঞান দেয় বন্ধুবর,
জনস্বার্থে অম্ল মধুর কথা বলেন জাতিস্বর।
লবণে পোকা ধরেনা দেখি বিশ্ব জগতময়,
আবার পোকা বাগাড়ম্বরে মিষ্টির অপচয়।

রচনাকালঃ ০৮/০৮/২০২০ খ্রি.
সময়কালঃ ১১.০০ এএম।

এ সংক্রান্ত আরও সংবাদ