বিশিষ্ট কবি ও স্বনামধন্য কৃষিবিদ ড. খানের লেখা অমর কবিতা। ~আকরাম আল হোসেন

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

বিশিষ্ট কবি ও স্বনামধন্য কৃষিবিদ ড. খানের লেখা অমর কবিতা। ~আকরাম আল হোসেন

ড. খান মোঃ মনিরুজ্জামান

মিল্কিওয়ে, আকাশগঙ্গা, নীহারিকা রাজি,
উহাদের গুরুত্ব বুঝে সাগর দেশের মাঝি।
আঁধারের দীপ্তি আকরাম আল হোসেন,
ঠিক যেন শিক্ষাকাশের নীহারিকা সফেন।
সে মহতী আলোর দীপ্ত মশালের জ্যোতি,
ঝিনুক দেশের একটি ঝিনুকের মুক্তামতি।
বঙ্গশীতে শিশুর গায়ে ঠিকরে পড়া আলো,
যে আলোয় শিশুরা বেশ আলোকিত হলো।
আজকের শিশু তো কাল দেশের কর্ণধার,
যে সোনাশিশু গড়ায় তাঁর ভুমিকা অপার।

আকরাম আল হোসেন একটি স্বচ্ছ নাম,
সফল কর্ম গৌরবে সে মহিয়ান অবিরাম।
সৃজনশীল কর্মশৈলে বিজয়ী সেই কর্মবীর,
উদার শিক্ষাজ্ঞান প্রসারণে তাঁর উচ্চ শির।
এ জীবনের কর্মবেসাতি কালখেয়ায় তুলি,
ইতিহাস বহে তাঁর কর্ম মনোবাতায়ন খুলি।
জাতির স্বার্থে তাঁর স্বকীয়তা সদা নিরন্তর,
পরকে করেছে আপন, আপন হয়নি পর।
জ্ঞানপিপাসু প্রিয় আকরাম আল হোসেন,
সত্য সমন্বয়ে ভরা তাঁর জীবনের লেনদেন।

দিবাকরে জ্যোতির্ময় হাজিপুরে তাঁর বাটি,
সম্ভ্রান্ত ঘরে বিকশিত এ জ্ঞানপন্ডিত খাঁটি।
অর্থনীতি শাস্ত্রে উচ্চতর ডিগ্রীধারি ধীমান,
সরল সমীকরণে রচিত তাঁর যত অবদান।
সততার পুজারি তিনি, তাঁর ব্যক্তিত্ব বিরাট,
সজ্জনজ্ঞানে সকলে করে তাঁর নান্দীপাঠ।
প্রাথমিক শিক্ষায় মিড ডে মিল সংযোজন,
সরলপাঠে ভিত গড়ায় যেন পুষ্টি পরায়ন।
তাঁর বর্নাঢ্য জীবনের প্রভা সদা বিচ্ছুরিত,
প্রাথমিক শিক্ষা সেই  প্রভাতে আলোকিত।

বঙ্গবন্ধুর দেশে আমাদের হোসেন গুণধর,
মাটি চিরে সোনা ফলাতে প্রয়াসী নিরন্তর।
স্বাস্থকর কৃষি রচনায় তাঁর জুড়ি মেলা ভার,
মাটির মানুষের সাথে সুমধুর মিতালী তাঁর।
নিরহংকারী সেই প্রিয় সিনিয়র সচিব স্যার
এমন মানুষের মায়াপৃথিবী অতীব সুন্দর।
বিরল ব্যক্তিত্বে হোসেন সবার হৃদে বিরাজে,
বাস্তবে তাল, লয়, ছন্দ, সুর তাঁর কথাকাজে।
কালান্তরের কবি কালের বাঁকে বাঁকে দেখি,
কালজয়ী জ্ঞানে তাঁর কীর্তিগাঁথা লেখালেখি।

রচনাকালঃ ৯/৭/২০২০ খ্রি.
সময়কালঃ ৬.০০ এএম।