কালীগঞ্জে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

কালীগঞ্জে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ ॥ ২৭ জুন’২০২০
ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রেখে “উত্তম কৃষি অনুশীলন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মাদ সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ন কবির , সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, উপ-সহকারী কৃষি অফিসার মতিয়ার রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা এমদাদুল হক।
জেএফজিই এর ফান্ডে শেয়ার দ্য প্লানেট এ্যসোসিয়েশন জাপান এর সহযোগিতায় এবং সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন‘ পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার নিয়ামতপুর ও সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন এলাকার ২৫জন কৃষক “উত্তম কৃষি অনুশীলন” প্রশিক্ষণে অংশগ্রহন করেন। কর্মশালায় সাংসদ আনোয়ারুল আজীম আনার কৃষকদের মাঝে মাস্ক বিতরণ করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ ।

এ সংক্রান্ত আরও সংবাদ