আম্ফানে সাম্পান

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

আম্ফানে সাম্পান

— ড. খান মোঃ মনিরুজ্জামান

বিরল ভয়ংকরী আম্ফান,
ভেঙ্গে দিল সাম্পানীর সাধ বাসনার সাম্পান।
সুখের আকরে তরীখানি,
তাঁর সার সংসার শরতের শিউলি সুধা জানি।
আকাল নাকালের দোলাচলে,
জনমের দোসর সাম্পানীর স্বপ্ন সাগর জলে।
আম্ফানেই তার যবনিকাত,
ঝাপটিয়ে আঁধারে ফেলিল তারে রাতবিরাত।

আহারে, সাগর দেশের মাঝি,
বুঝিলে না জীবনে এ ভোগান্তি কার কারসাজি।
শুধু ভালবেসে জীবন ভর,
জীবনে সাধ বাসনা তোমার ভেঙ্গে হলো চুর্মার।
ভাঙ্গা কংকালে ভর দিয়ে,
সাগর চলার পথে চলিবে আর কত নুয়ে নুয়ে।
এভাবে আর কোন নিষ্ঠুর ঝড়ে,
জলের তলে পিষ্ট হবে সাম্পান মাঝি নড়বড়ে।

হায়রে! পাষাণ হৃদের আম্ফান,
বুঝনা সাগর বিলাসী ও সাম্পানীর ব্যবধান।
সাম্পানের জীবনের স্বপ্ন সাধ,
সাগর সৈকতে যেন বালিখেলার বালির বাঁধ।
সীমাহীন সাগরের হুলস্থুল,
ক্ষুদ্র দেহি সাম্পান যেন কারো হাতের পুতুল।
নির্দয় আম্ফানের প্রলয় খেলা,
কাঁদিছে সাম্পান সাগর তটে আজ সাজবেলা।

রচনাকালঃ ২২/০৫/২০২০ খ্রি.
সময়কালঃ ৭.৫০ এএম।

এ সংক্রান্ত আরও সংবাদ