কাঁদালে কাঁদিতে হবে

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২০

কাঁদালে কাঁদিতে হবে

ড. খান মোঃ মনিরুজ্জামান-

শুনুন যা ঘটে কালে কালে সমগ্র জগতময়,
যতটা জলে নামবে ততটা ভিজবে মহাশয়।
জল ছাড়া জলে নামে যারা ছন্নছাড়া তারা,
করণ দোষে অবশেষে হিসাব কষে সর্বহারা।

পিছন থেকে পিছে লাগে মনুষ্যত্ব নাহি জাগে,
লাগাতে গিয়ে তারই লাগে বুঝেনা তা আগে।
আগে যদি বুঝত কেউ লাগালে লাগবে ফেউ,
কারো পিছে লাগত না কেউ করে ঘেউ ঘেউ।

মানুষ হয়ে মানুষের পিছু নিয়ে যে কপটতা,
মানুষ নয় তারা, তারা শয়তানের নাতিপুতা।
স্বীয় স্বার্থ চরিতার্থ স্বভাব সাথে সে ভন্ড চলে,
স্বীয় ফ্যাক্টারীর তাজা মিথ্যে বলে পলে পলে।

কাঁদালে কাঁদিতে হবে এই ধারাপাতের ভবে,
ভুক্তভুগীরা কবে তা আবার ইতিহাস হবে।
পৃথিবী নামক আদালতের যে সফটওয়্যার,
তাতে ফলাফল গড়িয়েছে বিধি বিশ্বে সবার।

মানুষের কষ্টের কারণ সংসারে মানুষ হলে,
তারে মানুষ নয় গো, নররুপী শয়তান বলে।
শয়তানের এ শয়তানি তার স্বীয় কর্ম পলে,
তাঁর সাজা সাধু ভাবে, ভব আজ রসাতলে।

সাজা সাধু ঠেঙানোর তরে আজ এই করোনা,
সাত ঘর নিয়ে পাপী মরে তা যে নিয়মের বেনা।
ভবে সফটওয়্যারের বাইরে আর কিছু হবেনা,
তবুও কেন যে ভেজাল মানুষ বিশুদ্ধ হয়না?

ইটটি মারলে পাটকেল খেতে হয় চরাচরে,
একথা জানে সারা জাহানের গোটা নারিনরে।
দুর্বল হারলে পাটকেল আসে প্রকৃতি থেকে,
জীবনের স্বাদ হবে বিস্বাদ স্রষ্টা গেলে বেঁকে।

মানুষ মানুষকে কভু কি দাবায় রাখতে পারে?
অত্যাচারি সেতো জনম ভরে গো হারা হারে।
ঝড় ঝঞ্জা স্বল্পকাল ঘরবাড়ি তছনছ করে,
যেভাবে ঝড় তুফান আসে তা সেভাবে মরে।

মানুষের ক্ষতির মতলব মাথা থেকে ঝাড়ো,
সাধের মানব জনমে সুন্দর মানুষ হয়ে বাড়ো।
দিনে দিনে মোদের মানব জনম যাচ্ছে চলে,
মরার পরে মানুষ যেন মানুষকে মানুষ বলে।

রচনাকালঃ ১২/০৬/২০২০ খ্রি.
সময়কালঃ ৭.০০ এএম।

এ সংক্রান্ত আরও সংবাদ