ঝিনাইদহে রান্না করা খাবার নিয়ে অসহায়দের বাড়িতে বাড়িতে যুবলীগ নেত্রী

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

ঝিনাইদহে রান্না করা খাবার নিয়ে অসহায়দের বাড়িতে বাড়িতে যুবলীগ নেত্রী

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
মহামারি করোনা ভাইরাসের কারণে চলছে অঘোষিত লকডাউন। বন্ধ রয়েছে দোকান-পাট, ব্যবসায় প্রতিষ্ঠান, রিক্সা-ভ্যান চলাচল। কাজে যেতে পারছে না খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষগুলো। নেই আয় রোজগার। অল্পকিছু যা সঞ্চয় ছিল তা প্রায় শেষ। সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠন যা সহযোগিতা করছেন তা দিয়েই কোনমত চলছে নি¤œ আয়ের মানুষগুলোর সংসার। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ১’শ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন ঝিনাইদহ জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. সালমা ইয়াসমিন। দুপুরে নিজ বাড়ীতে রান্না করে তা প্যাকেটজাত করে শহরের পানি উন্নয়ন বোর্ড কলোনী, চাকলাপাড়াসহ বিভিন্ন এলাকায় হতদরিদ্র বাড়িতে বাড়িতে পৌঁছে দেন। মানবিকতার এমন চিত্র দেখে খুশি নি¤œ আয়ের মানুষগুলো। খাবার পাওয়া পানি উন্নয়ন বোর্ড কলোনীর এক বাসিন্দা বলেন, ‘উকিল বু (এ্যাড.সালমা ইয়াসমিন) সব সময় আমাগের পাশে থাকেন। যহুন যা লাগে তার কাছে গেলি সাধ্যমত হেল্প করে’। আজকে রান্না করা যে খাবার দিয়ে গেলো তাতে আমাগের রাত চলি যাবিনি।
এ ব্যাপারে এ্যাড.সালমা ইয়াসমিন বলেন, করোনার কারণে অঘোষিত লকডাউনের জেরে চরম অসুবিধায় পড়েছে অসহায় মানুষগুলো। আর তা দেখে, মন ঠিক রাখতে পারিনি। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করে বাড়িতেই রান্না করে খাবার বিতরণ করছি। মানুষই তো মানুষের উপকার করবে। এই দু:সময়ে মানুষের উপকার না করলে কখন করবো ?

এ সংক্রান্ত আরও সংবাদ